
আব্দুল মোমিন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শেরপুর উপজেলার ৪ নং ওয়ার্ড উত্তর সাহাপাড়া কতৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সঙ্গীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি ও শেরপুর অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ তারিকুল ইসলাম তারেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে রক্ষা করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত সংস্কৃতি চর্চা ও খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত লেখাপাড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধূলার আয়োজন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস, আরো বক্তব্য রাখেন শেরপুর শহর ছাত্রলীগের সাঃ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শেরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা, শেরপুর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি, ও শেরপুর সরকারী কলেজ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, মনির প্রমুখ।