
স্টাফ রিপোটার ॥
কারমাইকেল কলেজ ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মাননীয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান মৃধা। বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক, রংপুর জেলার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী, ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, রংপুর জেলার সভাপতি, ছাত্র সংসদ নির্বাচন সংগ্রাম মঞ্চের আহ্বায়ক মোঃ ওসমান গণি, কেন্দ্রীয় সংসদের সদস্য রংপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা প্রামাণিক, বাংলার চোখ রংপুর মহানগর প্রতিনিধি মোঃ দুলাল মিয়া, বাংলার চোখের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ইরান, কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু নাইম আলীফ, অ¦ হা ইয়াসিন, সাফায়েত রহমান, ছাত্রলীগ (জাসদ) পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য মোঃ হুমায়ুন কবির সহ কারমাইকেল কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা ও ছাত্র সংসদ নির্বাচন সংগ্রাম মঞ্চের আহ্বায়ক মোঃ ওসমান গণি বলেন ছাত্র সংসদ নির্বাচন ছাত্র/ছাত্রীদের মৌলিক দাবী। ছাত্র সংসদের মধ্যে দিয়ে ছাত্র/ছাত্রীদের মনের মধ্যে সামাজিক ও নৈতিক বোধ জাগ্রত করে তাদেরকে সত্যিকার এবং উপযুক্ত নাগরীক হিসাবে গড়ে তোলা সম্ভব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতা সম্পর্কে ছাত্র/ছাত্রীদের সাধারন জ্ঞান প্রদান করা যায়। ছাত্র/ছাত্রীদের মধ্যে আত্মিক ও সাংস্কৃতিক সহযোগিতার ভাব বৃদ্ধি করা যায় এবং সংঘবদ্ধ জীবন বোধ সৃষ্টি করা যায়। তাই ক্যাম্পাস গুলোতে সুস্থ্য গণতন্ত্র ও মুক্ত বুদ্ধির চর্চার জন্য ছাত্র সংসদ কার্যকর করা একান্ত প্রয়োজন। এ+