
আব্দুল মোমিন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পাল্স জেনারেল হাসপাতালের আয়োজনে ও জার্মান সিএলআইপিএআইডি সোসাইটির আর্থিক সহযোগীতায় বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের অপারেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬ অক্টোবর শনিবার সন্ধায় হামছায়াপুর কাঠালতোলা পাল্স জেনারেল হাসপাতালের আয়োজনে পাল্স জেনারেল হাসপাতালের সত্ত্বধীকারী ডাঃ তুনারজিনা আকতার মুক্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। স্বাগতম বক্তব্য রাখেন, পালস জেনারেল হাসপাতালের উপদেষ্টা ডা. আখতারুল আলম আজাদ। উপদেষ্টা জামানে ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আব্দুল কাদের, ডা. ইমরুল হাসান কোরাইসী, এমপির পিএস কোরবান আলী মিলন, আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ, শেরপুর ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরপুর থানা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পাল্স জেনারেল হাসপাতালের আয়োজনে ও জার্মান সিএলআইপিএআইডি সোসাইটির আর্থিক সহযোগীতায় বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের অপারেশন চলমান থাকবে প্রয়োজনে আমরা প্রতি মাসে একবার করে অপারেশনের ব্যবস্থা করব।