
আব্দু মোমিন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শেরপুরে বিভিন্ন আয়োজনে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ পালন করা হয়।
গতকাল রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এর নেতৃত্বে বিশাল র্যালী শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ্জামাল সিরাজি, সাংবাদিক আব্দুল মান্নান, নিমাই ঘোষ, আইয়ুব আলী, আব্দুল আলিম, শহিদুল ইসলাম শাওন, আবু জাহের, আব্দুল হামিদ, উৎপল মালাকার, যোবায়ের হোসাইন প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ অংশগ্রহন করেন।