
আব্দুল মোমিন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শেরপুরে বিভিন্ন আয়োজনে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ পালন করা হয়।
গতকাল রোববার (১৪ এপ্রিল) সকাল ৮টার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে উপজেলা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করা হয়। বাঙালি সাংস্কৃতির পরিচয়বহনকারী বিভিন্ন ধরনের প্রতীকী উপকরণ, রং-বেরংয়ের মুখোশ ও নানা ধরনের প্রাণীর প্রতিকৃতি স্থান পায় শোভাযাত্রায়। এতে অংশ নেওয়া শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণীপেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাচ্ছিলো বাঙালি জাতির পরিচয় বহনকারী প্রতিকৃতি। এতে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-জামাল সিরাজী, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামিমুর রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওবাইদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, আব্দুল মান্নান, নিমাই ঘোষ, আইয়ুব আলী, শহিদুল ইসলাম শাওন, আবু জাহের, আব্দুল হামিদ, উৎপল মালাকার, যোবায়ের হোসাইন প্রমুখ অংশ নেন।
এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।