দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি ঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সঞ্জয়পুর বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বাৎসরিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার শাহ মাহমুদুন্নবী, দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, জাতীয় অনলাইন প্রেসক্লাব সভাপতি মোছাব্বর হাসান মুসা, বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর রহমান, সাবেক ব্যাংকার আজিজুল হক, জাতীয় অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুস সালাম মীর, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান তুহিন, মাওলানা মহিউদ্দিন, সাজ্জাদ হোসেন, দশম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তার জয়া, বিদায়ী ছাত্র ছাত্রীর মধ্যে রাব্বী হোসেনসহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেন। শেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে দোয়া পরিচালনা করেন মাও মহিউদ্দিন অহম্মেদ।